১.যদি কোনো নির্দিষ্ট মাসের পঞ্চম দিন বুধবার হয়
তাহলে ওই মাসের ২৩তম দিন কি বার হবে?(WBCS-2021)
(ক) শনিবার
(খ) রবিবার
(গ) সোমবার
(ঘ) মঙ্গলবার
ব্যাখ্যা: প্রতি ৭ দিন অন্তর একই বার আসে তাহলে ১২ তারিখে বুধবার। আবার ১৯ তারিখে বুধবার।১৯ তারিখে বুধবার হলে ২৩ তারিখ রবিবার হবে।
২.9, 13, 18, 24, 31, ?(SSC CHSL-2018)
(a) 39
(c) 40
(b) 35
(d) 37
বাখ্যা:-+4,+5,+6,+7,+8 ---এইভাবে সিরিজটি এসেছে। সুতারাং 31+8=39 হবে।
৩.11:121: : 111: ?(SSC CPO-2017)
(a) 1234
(b) 2314
(c) 12321
(d) 12421
ব্যাখ্যা:11 এর বর্গ =121 তেমনি 111 এর বর্গ=12321
৪.কোনটি অমিল?(SSC CPO-2017)
(a) 8
(c) 49
(b) 27
(d) 216
8,27,216 -সংখ্যাগুলি যথাক্রমে 2,3,6 এর ঘন।49 হল 7 এর বর্গ।
5. ডিকশনারি শব্দগুলি আসার ক্রম অনুযায়ী সাজালে-
(SSC CPI-2017)
1. Lasted
2. Loop
3. Lake
4. Litter
5. Listed
(a) 31542
(c) 31245
(b) 31254
(d) 31452
1 এবং 3 এ L এর পর a আছে কিন্তু 3 নম্বরে তৃতীয় স্থানে k আছে, সুতারাং আগে 3 পরে 1। অনুরূপভাবে সাজালে সঠিক ক্রমটি হবে Lake(3)=>Lasted(1)=>Listed(5)=>Litter(4)=>Loop(2)
6.যদি কোনো ঘড়ির দর্পন প্রতিবিম্বে সময় 3:15 দেখায় তাহলে সঠিক সময় কত হবে? SSC CHSL-2015
ক.9:15
খ.8:15
গ.3:15
ঘ.8:45
ব্যাখ্যা: সঠিক সময় হবে 12-3:15=8:45
7.Glucose: Carbohydrates :: Soyabean: ?(WBCS-2021)
(A) Proteins
(B) Vitamins
(C) Minerals
(D) Fibre
8.কোনো সাংকেতিক ভাষায় LOTUS কে NMVSU লেখা হলে ওই ভাষায় TULIP কে কি লেখা হবে?(SSC GD-2021)
(A) UVMJQ
(B) VWNKR
(D) VSNGR
(C) UTMHQ
T=>----(+2)=>V,U---------=>(-2)=>V এই ভাবে এসেছে=> +2,-2 => সঠিক উত্তর=>VSNGR
9.'বাতাস'কে 'সবুজ', 'সবুজ'কে 'নীল', 'নীল'কে 'আকাশ', 'আকাশ'কে 'হলুদ', 'হলুদ'কে 'জল' বলা হয়এবং 'জল' কে 'গোলাপী' বলা হয়, তাহলে পরিষ্কার আকাশের রঙ কী?(WBCS-main-2019,SSC -CHSL-2015)
(A) নীল (B) আকাশ . (C) হলুদ (D) গোলাপী
পরিস্কার আকাশের রঙ হল নীল, আবার নীলকে আকাশ বলা হয়। সুতারাং সঠিক উত্তর-আকাশ।
10.A হল B এর ভাই, B হল C এর কন্যা এবং D A এর পিতা, তাহলে C D এর সাথে কিভাবে সম্পর্কিত?(WBCS main-2019)
(A) স্বামী
(B) স্ত্রী
(C) নাতনি
(D) দাদা
ব্যাখ্যা:[A(+)------>B, B(-)----------=>C,D(+)------=>A]
(স্বামী-স্ত্রী)
No comments:
Post a Comment