A.5. Many a man have / come to India from Canada/ to live here permanently. / No error.
Many ও Many a/an একই অর্থে ব্যবহৃত হয়।Many a/an এর ব্যবহার সাহিত্যে ও নিউজপেপারে বেশি ব্যবহৃত হয়।গঠনগত তফাৎ হল
Many ---->এর পর plural noun বসে এবং plural verb নেয়।
Many a /an এর পর singlar noun নেয় এবং singular verb নেয়।
Many a man have এর বদলে Many a man has হবে।
6.Dr. Ritu was explain/ the benefits of doing yoga/ at least four times a week. / No error
ডাঃ. রিতু সপ্তাহে অন্তত চারবার যোগব্যায়াম করার সুবিধা ব্যাখ্যা করেছিলেন।
এখানে কাজটি যেহেতু রিতু নিজেই করেছিল এবং কাজটি তার উপর বর্তায় তাই বাক্যটি active voice এ আছে।
Dr Ritu was explain এর বদলে শুধুমাত্র Dr Ritu explained হবে।
7. I , you and she /shall go/ there together /NE
একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে you, She and I হবে।
8.I and my team /made an unbelievable/ victory in the final match/NE
একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে My team and I
9. She, You, and I /murdered a person/ in an accident/NE
একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে।কিন্তু যদি বাক্যটিতে দোষ বা ভুল করা অর্থে বুঝিয়ে থাকে তাহলে 123 (First Person, Second Person,Third Person ) নিয়মে pronoun গুলো বসাতে হয়।
এক্ষেত্রে I,You and she হবে।
10. My maternal uncle /as well as his/sons are misers. /NE
as well as, in addition to, along with - এই সকল ক্ষেত্রে প্রথমে যে subject থাকে সেটা ধরেই verb বসে।
এক্ষেত্রে My maternal uncle singular subject তাই singular verb is নেবে।
misers- কৃপন
1.Ranbir could not went / to the award
ceremony / as he was busy / shooting / for a film / in Maldives.
CGL -2021
Model verb এর পর verb এর base form বসে।
সুতারং এক্ষেত্রে could not went এর বদলে could not go হবে।
2.The climate (1)/ of Mumbai (2)/ is better than Hyderabad. (3)/ No error (4)
দুটো একই বিষয়ের উপর তুলনা করা উচিত।মুম্বাই এর জলবায়ুর সাথে হায়দ্রাবাদের (স্থান) তুলনা করা সঠিক নয়।
সুতারাং এক্ষেত্রে than the climate of Hyderabad হওয়া উচিত এক্ষেত্রে, that of Hyderabad লিখলে ও হবে।
3.The people/ of Japan wiser/ than Pakistan/NE
দুটো একই বিষয়ের উপর তুলনা করা উচিত।জাপানের লোকের সাথে পাকিস্তানের লোকের তুলনা করা সঠিক।
The people of Japan wiser than the people of Pakistan
The people of Japan wiser than those of Pakistan.
4.Did you knew/ that there will be / a pay hike soon?||SSC GD-2021
(A) a pay hike soon
(C) Did you knew
(B) No error
(D)that there will be.
Did you knew=>Did you know হবে।কারন Did+sub+V1 হয়।
5.Do you know that it was I (a) who has done (b) this piece of beautiful work? (c) No error.(d)
Who এর আগে I আছে তাই এক্ষেত্রে has এর বদলে have হবে।
6. I will try to (1)/ tell to you (2)/ what you must do. (3)/ No error (4)
Say to হয় কিন্তু tell এর কোনো to নেই না।তাই এক্ষেত্রে tell to হবে না।tell you.
যেমন-I told him/I said to him -আমি তাকে বলেছি
7.Everyday we hear about (a)/ senior citizens being robbed (b)/ and even kill in cold blood. (c)/ No error (d)
এখানে being +V3 quasi passive voice হিসাবে কাজ করছে---ছিনতাই বা হত্যা কে করছে সে বিষয়ে বলা হচ্ছে না--ঘটনাটা ঘটছে।সুতারাং kill verb এর 3rd form killed বসবে।
যেমন-We are talking about his being beaten.
We were talking about their being beaten.
8. The details (a) / of the incident (b) / was not known (c) / to me. (d) / No Error (e)
detail-singular
details-plural
plural subject -plural verb নেই--সুতারাং এক্ষেত্রে was এর বদলে were হবে।
9.Economics is one of the subject which I have found very difficult since school.||SSC CPO-2019
(a) Economics is
(b) which I have found
(c) very difficult since school
(d) one of the subject
অর্থনীতি এমন একটি বিষয় যা আমি স্কুল থেকে খুব কঠিন মনে করেছি।
✍️One of… / each of… / any of…+PN----+------
✍️A FEW OF / SOME OF / MOST OF / ALL OF+PN+.............এই গঠনগুলির ক্ষেত্রে Plural Noun বসে।যেমন-
✍️One of the students has good handwriting-একজন ছাত্রের হাতের লেখা ভালো
✍️One of my friends got a job.-আমার এক বন্ধু চাকরি পেয়েছে।
✍️ছাত্রদের মধ্যে অধিকাংশ ভাল-Most of the students are good.
10.Neither Sam nor I are interested in attending the meeting||SSC CGL-2020
(a) are interested
(c) Neither Sam nor I
(b) in attending
(d) the meeting
✍️Neither ---nor এর ব্যবহার=>দুটোর মধ্যে কোনোটাই নয় বোঝাতে ব্যবহৃত হয় যেমন-Love is neither sold nor bought-ভালোবাসা বিক্রি বা কেনা যায় না
✍️ Either ------or----=>After school, we can either play football or go for a walk.=>
স্কুলের পরে, আমরা হয় ফুটবল খেলতে বা বেড়াতে যেতে পারি।✍️এই সকল ক্ষেত্রে nor বা or এর পর যে subject থাকে সেই অনুযায়ী, verb নেই।সুতারাং এক্ষেত্রে nor I are এর বদলে nor I am সঠিক হবে
11.People has been warning in advance about the coming economic crisis.||SSC-CHSL -2021
(b) economic crisis
(d) has been warning
(a) People
(c) in advance
✍️যেহেতু People plural Noun তাই এক্ষেত্রে has এর বদলে have হবে।✍️People has been warning=>People have been warning.
12.The venue for the wedding have not yet been finalised||SSC CGL-2020
(a) been finalised
(c) The venue
(b) have not yet
(d) for the wedding
✍️The venue এখানে singular subject তাই have এর বদলে has হবে।
13.The farmer walked beside his bulls, isn't it? SSC GD-2021
(A) did he
(B) No substitution required
(C) didn't they
(D) didn't he
✍️নিয়ম:1) sentence যদি নেগেটিভ হয় question tag positive হবে।2) sentence যদি পজিটিভ হয় question tag নেগেটিভ হবে। 3) নেগেটিভ হলে Auxiliary verb টি contraction form নেবে।যেমন- are not=>aren't, did not=>didn't 4.গঠন -Auxiliary verb+pronoun?✍️এখানে Auxiliary verb=>did (যেহেতু walked আছে) +pronoun=>he (যেহেতু farmer আছে) ✍️সুতারাং সঠিক উত্তর||didn't he
14.The children were/bubbling with excitement / at the thought of / seeing sea.||SSC GD-2021
(A) bubbling with excitement
(B) seeing sea
(C) The children were
(D) at the thought of
✍️সঠিক উত্তর ||The children were bubbling with excitement at the thought of seeing the sea.=>শিশুরা সমুদ্র দেখার চিন্তায় উত্তেজিত হয়ে উঠছিল।✍️যেহেতু বিশেষ একটি সমুদ্রের কথা বলা হয়েছে তাই sea এর আগে অবশ্যই the বসবে।
15.The examinations / will be pushed back / so that candidates get additional time/ for prepare.||SSC GD-2021
(A) The examinations
(B) will be pushed back
(C) for prepare
(D) so that candidates get additional time
pushed back=>postpone or delay an event.
প্রিপজিশনের পর Noun/pronoun /gerund নেই।কিন্তু prepare এখানে verb. সুতারাং prepare এর noun form =>preparation বসবে।for prepare এর বদলে for preparation বসবে।
16.Its matter of great concern/ for the authorities that /despite all the efforts, / the number of patients is increasing.||SSC GD-2021
(A) despite all the efforts
(B) the number of patients is increasing
(C) for the authorities that
(D) Its matter of great concern
✍️It's =It is এর সং ক্ষিপ্ত রূপ ||যেমন =>It's always raining.=>সবসময় বৃষ্টি হচ্ছে।It's a nice car.||Cow chases away flies with its tail-গরু তার লেজ দিয়ে মাছি তাড়ায়।✍️It's matter of great concern for the authorities that despite all the efforts the number of patients is increasing.||কর্তৃপক্ষের জন্য এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও রোগীর সংখ্যা বাড়ছে..
17.It has taking almost 1)/ a year for India 2)/ to let its pessimism 3)/ translate into fewer jobs. 4)/ No errors|| IBPS-2013
has/have /had এর পর verb এলে verb এর 3rd form আসে, সুতারাং এক্ষেত্রে taking এর বদলে taken হবে।
No comments:
Post a Comment