1.Modern science have/ broken many myths/ about our food and diet /NE.
SSC -CGL-2021
Modern science singular subject তাই verb have এর বদলে has হবে।
2. Until Radha didn't call (A)/ him, he would (B)/ not come. (C)/ No error (D)
Until এর অর্থ যতক্ষন না সুতারাং এটি নিজেই নেগেটিভ। এর পর negetive নেয় না।call এর বদলে called হবে।
3. (A) If we didn't walk fast (B)we would (C) missed the train. (D) No error
we would missed এর বদলে we would miss হবে।কারন এক্ষেত্রে would model verb হিসাবে ব্যবহার হয়েছে।
4. We start early/ lest we/ shall miss the train/NE
আমরা তাড়াতাড়ি শুরু করি পাছে আমরা ট্রেন মিস করি
lest এর সাথে should ব্যবহার করা হয়।
5. Study hard (1) / lest / you should not fail. / No Error
lest ----should এমনিতেই negetive সুতারাং not বাদ দিতে হবে।
6.Bad news /always / travel fast/NE
news singular uncountable noun তাই এক্ষেত্রে travel এর বদলে travels হবে।
7.Both as well as he /are intrested to/ prepare the examination. /NE
Both ------এর পর and হয়। সুতারাং as well as এর বদলে and হবে।
8. Both me (1)/ and my sister (2)/ went to a boarding school. (3)/ No error (4)
me এর বদলে I হবে।
9. Although he (1)/ studied regularly, (2)/
his marks didn't improving. (3)/ No error
(4)
did/does/do +not এর পর verb এর base form বসে---সুতারাং এক্ষেত্রে improving এর বদলে improve হবে।
10. Despite of minimal use of technology / they are/able to manage / everything in a simple manner/No error
Inspite of ও Despite এর ব্যবহার সাধারনত দুটি বিপরীত ধর্মী বাক্যে যোগ করতে ব্যবহৃত হয়।
Inspite of being--- সাধারনত ব্যক্তির ক্ষেত্রে
Inspite of being a good teacher,he does not behave well.
Inspite of having ---সাধারনত বস্তুর ক্ষেত্রে
Inspite of having money, he does not spend it.
Inspite of +V-ing ----মূল verb থাকলে
Inspite of studying hard, he failed.
inspite of এর বদলে despite বসানো যায় কিন্তু despite এর পর of আসে না। সুতারাং উপরে প্রশ্নে Despite of এর বদলে despite হবে।
11.Despite of curfew (a)/ in some areas,
minor (b)/ communal incidents. were
reported (c)/ from different areas of the
walled city. (d)/ No error (e)
walled - প্রাচীরঘেরা
Despite of এর বদলে Despite.
12.I don't think, Neha is a wiser as / Sonali, so she is not/ competent for this job. / No error.
Affirmative sentence এর ক্ষেত্রে--
Sub+verb+as+adj+as +noun..
He is as brave as a lion -সে সিংহের মত সাহসী
Sita is as beautiful as Gita-সীতা গীতার মত সুন্দর
negative sentence এর ক্ষেত্রে--
Sub+verb+not+so/as+adj+as +noun
Sita is not as tall as Gita-সীতা গীতার মতো লম্বা নয়
Sita is not so tall as Gita-সীতা গীতার মতো লম্বা নয়--
মনে রাখতে হবে যখন এক্ষেত্রে adjective ব্যবহার করা হবে তা possitive degree use করা হবে।
উপরের বাক্যে as wise as sonali হবে।
13. It's very important/ to attend / to all the classes./No error
attend -যখন কোথাও যাওয়া বা উপস্থিত থাকা বোঝায় তখন এর আগে to preposition নেয় না।
যেমন-They have been attending class every week.
attend to-take care of -যত্ন নেওয়া বোঝাতে ব্যবহত হয়।The nurse is attending to the patient
সুতারাং এক্ষেত্রে to attend এর বদলে attend হবে।
14. A parent has / much duties / towards his child. /No error
duty countable noun. হওয়ায় much duties এর বদলে many duties হবে।
15.Did he came / to see you / yesterday evening ?/No error
Did he came এর বদলে Did he come হবে।
16.Lalitha will go / to sister's house / in
Mumbai / this summer. CGL -2021
এখানে possessive pronoun her ব্যবহার করতে হবে। to her sister's house হবে।
17.The committee/ was divided/ on this issue/NE
Police, Jury,mob,council,committe, audiance, team, public এগুলি গ্রুপ হিসাবে কাজ করলে singlar noun বসে কিন্তু যদি গ্রুপের লোকেদের মধ্যে মতৈনক্য দেখা দেয়, তর্ক শুরু হয় তখন plural হিসাবে কাজ করে।
যেমন-The jury were divided in their opinion.
এক্ষেত্রে members of jury বোজাচ্ছে তাই plural হয়েছে।
committe were arguing for two hours.
Police is necessary for our society.
সুতারাং এক্ষেত্রে was divided এর বদলে were divided হবে।
18.After a long wait (A) of almost 68 years, (B) the jury gave their verdict (C) on the Ayodhya feud. (D) No Error. (E)
Police, Jury,mob,council,committe, audiance, team, public এগুলি গ্রুপ হিসাবে কাজ করলে singlar noun বসে কিন্তু যদি গ্রুপের লোকেদের মধ্যে মতৈনক্য দেখা দেয়, তর্ক শুরু হয় তখন plural হিসাবে কাজ করে।
যেমন-The jury were divided in their opinion.
এক্ষেত্রে members of jury বোজাচ্ছে তাই plural হয়েছে।
committe were arguing for two hours.
Police is necessary for our society
এক্ষেত্রে decesion দেওয়া হয়েছে যা একমত ভাবে এমন টা বোঝাচ্ছে তাই jury এক্ষেত্রে singular হবে এবং their এর বদলে its হবে।
19.The team were/ ordered to go/ to operation theater/NE
The team was হবে The team were এর বদলে।
20. The teacher repeatedly warned / the students not to make / noise but students / did not obey.
to make + noun কিছু করা অর্থে ব্যবহার করা হয় বিশেষ কিছু ক্ষেত্রে।
যেমন-
to make entry -প্রবেশ করা
to make a call
to make money-অর্থ উপার্জন করা
make an offer
make a mistake
make a coment..
এক্ষেত্রে make a noise হবে।
d
No comments:
Post a Comment