English-3

 1. He is a university Professor /but of his three sons /neither has any merit/NE

দুই জন বোঝতে neither এর ব্যবহার হয় যেখানে none বোঝাতে দুই এর অধিক ব্যবহার করা হয়।

এক্ষেত্রে তিনটি ছেলের কথা বলা হয়েছে তাই neither এর বদলে none হবে।

একই ভাবে দুই জন বোঝতে either এর ব্যবহার হয় যেখানে each বোঝাতে দুই এর অধিক ব্যবহার করা হয়।

2. None of these (1)  / two officers (2)  / has been looking after (3)  / his department well. (4)  / No Error (5)

দুই জন বোঝতে neither এর ব্যবহার হয় যেখানে none বোঝাতে দুই এর অধিক ব্যবহার করা হয়।

এক্ষেত্রে দুইজন অফিসারের কথা বলা হয়েছে, সুতারাং এক্ষেত্রে none of এর বদলে  neither of হবে।

একই ভাবে দুই জন বোঝতে either এর ব্যবহার হয় যেখানে each বোঝাতে দুই এর অধিক ব্যবহার করা হয়।

 3.Neither of them (1)/ are (2)/ good (3)/

No error (4)

Neither singular হিসাবে বাক্যে ব্যবহৃত হয় তাই are এর বদলে is ব্যবহার হয়।

4. The board of directors (a) want all

possible facilities (b) and allowances for

itself (c) No error. (d)

Subject যদি animal, idea, situation  বোঝায় অথবা subject it থাকে তখন itself ব্যবহার করা যেত কিন্তু এক্ষেত্রে the board of directorates আছে তাই itself এর বদলে themselves হবে।

5. Dr. Mehta has been / trying to develop  /a medicine  for last five years. / No Error 


for ব্যবহার করা হয় period of time এর ক্ষেত্রে-

We have been married for ten years

Since ব্যবহার করা হয় point of time এর ক্ষেত্রে-

We have been married since 2010

6. The inspector arrested/ the robber and send /him to prison/NE

বাক্যটি past tense এ শুরু হয়েছে সুতারাং past tense এ শেষ হবে। send এর past form sent.

7. It will be us (a) who will (b) buy a new

house (c) No error. (d)

It এর পর be verb থাকলে objective  case এর বদলে subjective case হয়।সুতারাং এক্ষেত্রে it  will be us  এর বদলে it will be we  হবে।

it is I সঠিক কিন্তু it is me সঠিক নয় grammatical  দৃষ্টিতে ।

8.Hardly had he left (1)/ the stadium

than it began (2)/ to rain heavily. (3)/ No

Error (4)

Hardly had এর পর than না বসে when/before বসে। তাই এক্ষেত্রে than এর বদলে when বসবে।

কোনো কাজ হতে না হতেই,করতে না করতেই অন্য কাজ শুরু হয়ে গেলে আমরা As soon as, no sooner, hardly, barely ,  scarcely দিয়ে বাক্য লেখা যায়-

তারা কাজটি শুরু করতে না করতেই বৃষ্টি শুরু হল

As soon as they started the work, it started raining.

No sooner had they started their work than started to rain.

Hardly/ Scarcely/Barely had they started their work when/before  started to rain.

 9. She is walking / in the park / since morning  / No error (4)

যদি কোনো কাজ পূর্বে শুরু    হয়েছে এবং এখনো কাজটি চলছে এমন বোঝালে Present perfect continuous tense হয়।

Sub+has/have+been+v-ing+since/for+ time

সুতারাং এক্ষেত্রে she has been walking in the park since morning.

10. .Ashish was listening (1)/ to a radio when (2)/ Sunita arrived. (3)/ No Error (4)

এখানে Radio টি নির্দিষ্ট তাই a radio এর বদলে the radio হবে।

11.  My sister /  has read / pages after pages of the Bible./ (d) No error

preposition  এর আগে ও পরে একই noun থাকলে তা singular হয়।সুতারং এক্ষেত্রে page after page হবে।

12. I went to the temple /  with my parents, aunts / and cousin sisters. /NE

Cousin brother বা cousin sister ইংরেজিতে ব্যবহার হয় না। উভয় ক্ষেত্রে cousin শব্দটি ব্যবহার হয়।সুতারং এক্ষেত্রে cousins ব্যবহার করতে হবে cousin sisters  এর বদলে।

13. This is the    more difficult question   / I have ever solved  / within ten minutes.  / No Error 

 বাক্যটি superlative degree তে আছে, তাই more difficult এর বদলে most difficult হবে।

14. The university is going /to be hold /our examination /in the first week of june/NE

বাক্যটি active voice এ আছে। এক্ষেত্রে university subject হিসাবে ব্যবহার হয়েছে তাই active voice হবে।যদি our examination subject হত তাহলে বাক্যটি passive voice এ হত।

সুতারং to be hold এর বদলে to held হবে।

15. The captain along with / his team have been /invited to the function. / No error

  along with, as well as,in addition to --এসব ক্ষেত্রে প্রথম অংশটি sibject হয়।এক্ষেত্রে captain subject হিসাবে ধরা হবে।

এক্ষেত্রে captain singular subject তাই verb singular হবে।have এর বদলে has হবে।

16. I have passed / the examination/ two years ago/  No error

অতীতের কোনো ঘটনা যদি সময় উল্লেখ করা থাকে তাহলে সেটা past indefinite tense হয়।

সুতারং এক্ষেত্রে have passed এর বদলে শুধু passed হবে।

 I have passed  the examination --এটি সঠিক।

Yesterday, last night, last week, last month, last year, last summer, last season, last decade, last quarter, last night, that day, that night, ago --ইত্যাদি শব্দ থাকলে মূলত past indefinite tense হয়।

17.He shouted at his secretary /and told her that he does not/ need her service./NE

বাক্যটি past tense এ শুরু হয়েছে তাই  he does not এর বদলে he did not হবে।

18.With the introduction of the new syllabus  / the number of Colleges reporting  high results are decreasing / year after year/NE

A number সর্বদাই plural হয় যেখানে The number সর্বদাই singular হয়।

A number of  +Plural||A lot of বোঝাতে ব্যবহৃত হয়।

The number of+plural   => singular ||তুলনা করতে ব্যবহৃত হয়।

are decreasing এর বদলে is increasing হবে।

19.(a) Unless two or more members object/  to him joining the club, we shall have

to/  accept his application for membership./  No error.

Personal pronoun him এর বদল   possessive pronoun his হবে।   

20.(a) I was surprised and pleased (b)/ when I was informed of me (c) winning the

contest./ (d) No error.

 me এর বদলে my winning হবে।
























No comments:

Post a Comment