English-4

 1.He win / several accolades / for his/

music compositions/NE.  CGL -2021 

accolades : সুনাম, প্রশংসা

বাক্যটি present indefinite এ আছে।He -third person singular number -তাই এক্ষেত্রে win এর বদলে wins হবে।

2.He is originally from /Republic of Ireland and /has come here for a change./NE

সাধারনত কোনো দেশের আগে Definite article the বসে না তবে দেশের মধ্যে যদি states, kingdom, Republic থাকে তবে সেক্ষেত্রে the ব্যবহার করা হয়।

যেমন-the united state, the united kingdom, the republic of India.

সুতারং এক্ষেত্রে the Republic of Ireland হবে।

3.Satyajit Ray, who conceived, /co-authored and directed a number of good films,/ was one of India’s most talented film maker./NE

One of /one of the/many of the/most of the +Plural

যেমন -One of best friends is my teacher.

সুতারাং এক্ষেত্রে film maker এর বদলে film makers হবে।

4.I was shocked to hear  / that his father / died of an accident.  / no error 

die of-রোগে, অনাহারে,দু:খে, তৃষ্ণায়, লজ্জায় মারা গেলে  of preposition  বসে-

He died of cholera./grief /thirst /starvation /thirst /hunger. 


die form-ঘা,অতিরিক্ত খাদ্য,অতিরিক্ত পানীয় বা ফুড পয়েজিনিং থেকে মারা গেলে from preposition বসে।

 He died form over eating /over drinking/food poisoning /wound  /over exercise. 

die off=>একের পর এক মারা গেল

people died off the village.

die by-

যদি আত্ন হত্যা,  হিংসার কারনে বা দূর্ঘটনার কারনে মারা যায়

He died by violence /suside/accident.

কিন্তু accident এর আগে প্রিপজিশনের আগে article থাকলে in বসে।

He died in an accident.

die through :

অবহেলায় মারা গেলে-

He died through neglect.

die for-

দেশের জন্যে বা বিশ্বাসের জন্যে মারা গেলে

He died for his country /for his belief.

Die in-

যুদ্ধে ক্ষেত্রে, ঘুমের মধ্যে, বিছানায়, শান্তিতে 

He died in battle /his bid/peace /an accident /

Die with -প্রেমিক বা প্রেমিকার সাথে মারা গেলে

She died with her lover.

সুতারাং এক্ষেত্রে died in an accident হবে।

5.I hope to go to shopping /this weekend /if the weather permits /NE

এক্ষেত্রে shopping gerund হিসাবে ব্যবহৃত হয়েছে--

সুতারাং এর আগে to infinity ব্যবহার করা ঠিক হবে না। I hope to go shopping.

6.Much believe that if you are modern you (1)/ should not be religious, and vice versa, (2)/ can't spirituality and modernity coexist. (3)/ No error (4)


Much uncountable noun এর পূর্বে বসে যেখানে countable noun এর আগে Many বসে।এক্ষেত্রে অনেকে বিশ্বাস করে এই অর্থে বোঝানে হচ্ছে তাই Much এর বদলে Many বসবে।

7.Rohan and I am (1)/ best friends and

(2)/ we often meet each other. (3)/ No

Error (4)

দুটি singular subject and দ্বারা যুক্ত হলে plural verb নেই।সুতারাং এক্ষেত্রে I am এর বদলে I are হবে।

8.Corona epidemic has effected/ many people's lives /and many people's lives have been lost/NE

affect- প্রভাবিত করা -এটা Verb হিসাবে ব্যবহৃত।

effect -প্রভাব -এটি noun হিসাবে ব্যবহৃত হয়।

তাই এক্ষেত্রে effected এর বদলে affected হবে।

9.How will/ Willard’s resignation effect /the government’s plans? /NE.

affect- প্রভাবিত করা -এটা Verb হিসাবে ব্যবহৃত।

effect -প্রভাব -এটি noun হিসাবে ব্যবহৃত হয়।

তাই এক্ষেত্রে effect  এর বদলে affect  হবে।

10.The internal and external environment

we (1)/ experience in our thoughts,

feelings and the (2)/ world around us

also has an affect. (3)/ No error (4)

affect- প্রভাবিত করা -এটা Verb হিসাবে ব্যবহৃত।

effect -প্রভাব -এটি noun হিসাবে ব্যবহৃত হয়।

তাই এক্ষেত্রে affect  এর বদলে effect  হবে।

11.A girl must / love his lover /and a boy must love his beloved. /NE

her lover হবে his lover এর বদলে।

12. The students were nervous (a)/ as the exam did not begun (b)/ on time. (c)/ No error

did not এর পর verb এর base form use হয়।

begin -base form -V1

began -V2

begun -V3

সুতারাং did not begun এর বদলে begin হবে।

13. The teacher was scolded the students (a)/ as none of them completed (b)/ their homework on time. (c)/ No error

এক্ষেত্রে teacher কাজটি নিজেই করছে, কাজটি তার উপর বর্তাচ্ছে না। সুতারাং বাক্যটি Active voice এ আছে।এক্ষেত্রে was হবে না।

14.All children are (A)/ ought to be obedient (B)/ to their parents. (C)/ No Error (D)


এখানে are হল be verb.  ought to হল model verb যা নৈতিক কর্তব্য বোঝাতে ব্যবহৃত  হয়।

একটি বাক্যে be verb ও model verb বসানে যুক্তি সঙ্গত নয়।তাই এক্ষেত্রে are বাদ দিতে হবে।

15. Rapid developments in modern

medicine has (1)/ conquered many

diseases and consequently (2)/ the

death rate has decreased. (3)/ No error


 developments এখানে plural subject. সুতারাং has এর বদলে have হবে।

16.Everybody in the office/ has left early,/hasn't he? / No error.

Nobody, somebody, everybody, no one, somebody, everywhere--singular subject হিসাবে ব্যবহার হলেও question tag এর ক্ষেত্রে they ব্যবহার করা হয়।

যেমন- Nobody asked for me, did they?

সুতারাং এক্ষেত্রে haven't they? হবে hasn't he? এর বদলে।

17. My mother /is having /grey hairs /NE.

hair uncountable  singular noun হিসাবে

ব্যবহৃত হয়।সুতারাং এক্ষেত্রে hairs না হয়ে শুধুমাত্র hair হবে।

18. Ankit cannot (1)/ succeed because (2)/ he labours hard. (3)/ No Error (4)

because কারন নির্দেশ করতে ব্যবহৃত হয়।এক্ষেত্রে he doesn't labour hard করলে অর্থ বোঝাতো।কিন্তু এই ধরনের বাক্যে because এর বদলে unless যার অর্থ যদি না বসানো সঠিক।

সুতারাং বাক্যে part -2 ভুল আছে because এর বদলে unless বসানো সঠিক হবে।

19.His grades are to /low to secure admission /in a prestigious college /NE

too +adje+to বাক্যে  নেগেটিভ  অর্থে বোঝাতে ব্যবহৃত হয়।

সে এতই দূর্বল হাটতে পারে না He is too weak to walk.

সুতারাং বাক্যে part-1 এ to এর বদলে too হবে।

20.His son /is working /very hardly /NE

Hardly শব্দটির অর্থ হল কষ্টসহকারে,কদাচিৎ, খুবই কম ইত্যাদি বোঝাতে adverb হিসাবে ব্যবহার হয়।

যেমন-আমি খুব কম সময়ই কফি খাই - I hardly take tea · 

hard এর adverb form hardly নয়। hard এর adverb form hard হয়।

সুতারাং এক্ষেত্রে hardly এর বদলে hard হবে।





















No comments:

Post a Comment