বৈদিক সভ্যতা


   বৈদিক সভ্যতা
।।মনোজিৎ ঘোষ ।। 



1.বৈদিক শব্দটি কোথা থেকে পাওয়া গেছে?
বৈদিক শব্দটি পাওয়া গেছে বেদ এ। বেদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বিদ  থেকে, যার অর্থ হলো জ্ঞান।


2.আর্যরা কোথায় প্রথম বসতি স্থাপন করে?
আর্যরা প্রথম তাদের বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম ভারতে সপ্তসিন্ধু( সিন্ধু, সরস্বতী, ও পাঞ্জাবের পাঁচটি নদী -  শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী,বিতস্তা ও বিপাশা) অঞ্চলে।
 3.বৈদিক যুগকে কয়টি ভাগে ভাগ কিরা যায়?
বৈদিক সভ্যতা (1500BCE  -  600BCE)ও সংস্কৃতিকে দু'ভাগে ভাগ করা যায় - 
        i) ঋগ্বৈদিক যুগ (1500 BCE - 1000 BCE) 
        ii)পরবর্তী বৈদিক যুগ( 1000 BCE - 600 BCE)।
 4.আর্য'  শব্দের অর্থ কি?
'আর্য'  শব্দের অর্থ  হল -শ্রেষ্ঠ।
5.বৈদিক যুগের স্রষ্টা  কারা?
 -আর্যরা।
 6.বেদের অপর নাম কি?
বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম  -  শ্রুতি।
7.বৈদিক সাহিত্য কয়টি ভাগে ভাগ করা যায়?
বৈদিক সাহিত্যের চারটি ভাগ -  সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
                8.  সংহিতা কি?
সংহিতা প্রধানত গান, স্তোত্র এবং মন্ত্রের সংকলন। চারটি সংহিতা হল -ঋগ্বেদ,সামবেদ,যজুর্বেদ,অথর্ববেদ
 
9.ঋগ্বেদ সমন্ধে কি জানো?
  • ✍️ রচয়িতা -ধন্বন্তরি।
  • ✍️এটি পৃৃথিবীর সর্বপ্রাচীন সাহিত্য গ্রন্থ।
  • ✍️10 টি মণ্ডলে বিভক্ত, যাতে 1028 টি সূত্র বা মন্ত্র আছে।
  • ✍️ গায়েত্রী মন্ত্র এখান থেকেই নেওয়া।
  • ✍️ সপ্তম মন্ডলে দশ রাজার যুদ্ধ কাহিনীর উল্লেখ আছে।পারুস্নি (বর্তমানে রাভি) নদীর তীরে যুদ্ধটি হয়।রাজা সুদাস এই যুদ্ধে জয় লাভ করে।
  • ✍️ দশম মণ্ডল থেকে জানা যায়  - ব্রাহ্মণ,ক্ষত্রিয়, বৈশ্য ও  শূদ্র - এই চারটি বর্ণে সমাজ বিভক্ত ছিল।
  •  ✍️এছাড়াও জানা যায়  সৃষ্টিকর্তা আদিপুরুষ ব্রহ্মার মুখ থেকে - ব্রাহ্মণ,বাহু যুগল থেকে ক্ষত্রিয়, উরু বা থাই থেকে - বৈশ্য এবং পদযুগল থেকে শুদ্রের উৎপত্তি।
  • ✍️ যে নদী ঋগ্বেদে বহুবার  উল্লিখিত হয়েছে - সরস্বতী
  • ✍️ঋগবেদে প্রথম বর্ন প্রথা সমন্ধে জানা যায়

11) সামবেদ সমন্ধে কি জানো?
  • ✍️ রচয়িতা  -  ভরতমুনি
  • ✍️এটি ছিল ভারতীয় সংগীতের জনক।
  • ✍️এটি ছিল গানের সংকলন।
  • ✍️ ঋষিরা যজ্ঞের সময় সামবেদের গানগুলি গাইতেন।
  • ✍️এতে 1549 টি সুক্ত আছে।

12) যজুর্বেদ সমন্ধে কি জানো?
  • ✍️ রচয়িতা- বিশ্বমিত্র 
  • ✍️আচার-অনুষ্ঠান, যজ্ঞ প্রভৃৃতির বর্নণা আছে।
  • ✍️ দুটি ভাগ - শুক্র যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ।

13) অথর্ববেদ সমন্ধে কি জানো?
  • ✍️রচয়িতা -বিশ্বকর্মা।
  • ✍️ 20 টি অধ্যায়এ 731 টি সুক্ত আছে।
  •  ✍️একে ব্রহ্মবেদ বলা হয়।
  •  ✍️অথর্ব বেদে জাদুর সাহায্যে রোগ নির্মূল,দীর্ঘায়ু লাভ করা হতো তাই এর অপর নাম- অথর্বাঙ্গিরস

                             14 ব্রাহ্মনে কি আছে?
  • এতে আছে বৈদিক মন্ত্রের টিকা ও যাগ যজ্ঞের টিকা
                   15. আরন্যক কে কি উল্লেখ আছে?
  • অরণ্যবাসী সন্ন্যাসী ও ছাত্রদের কথা উল্লেখ করা হয়েছে।
                            16. উপনিষদ কি?
  • ✍️উপনিষদ" শব্দটির অর্থ   - কারো কাছে বসা ( উপ -বসা, নি - কাছে,  সদ - কেউ বা কারোর )
  • ✍️মুখ্য বিষয় ছিল ধর্ম।
  • ✍️উপনিষদের সংখ্যা 108 টি।
  • ✍️উপনিষদ বেদের শেষ ভাগ বলে একে বেদান্ত বলা হয়েছে।
  • ✍️সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুণ্ডক উপনিষদ থেকে।


 
17.বেদাঙ্গ কি?
বেদের অঙ্গ কে বলা হয় বেদাঙ্গ, এর 6 টি ভাগ হলো - 
  • i) শিক্ষা
  • ,ii)কল্পসূত্র
  • ,iii)ব্যাকরণ, 
  • iv)নিরুক্ত,
  • v) ছন্দ, ও  
  • vi)জ্যোতিষ।

10.ত্রয়ী কি?
কৌটিল্যের অর্থশাস্ত্রে ঋগ্বেদ, সাম বেদ  ও  যজুর্বেদ কে একত্রে   বেদ ত্রয়ী বলা হয়েছে।
11.বেদে মোট মন্ত্রের সংখ্যা কত?
বেদে মোট মন্ত্রের সংখ্যা - 20434 টি।
 12.আর্যদের সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা কি রূপ ছিল?
আর্য সমাজের ভিত্তি ছিল পরিবার।কয়েকটি পরিবার নিয়ে গঠিত হত গ্রাম (গ্রামের প্রধান গ্রামণী)  কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো  বিশ ( বিশ এর প্রধান বিশপতি) এবং বিশ এর  সমষ্টিকে বলা হতো জন (জনের প্রধান গোপা)।
13. ঋগ্বৈদিক যুগে জীবিকা কি ছিল?
ঋগ্বৈদিক সমাজ ছিল পশুচারক, কিন্তু পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহারের ফলে কৃষি, শিল্প ও বাণিজ্যে  ব্যাপক উন্নতি হয়।
14.বৈদিক যুগে শিল্প কি ছিল?
প্রধান শিল্প ছিল মৃৎশিল্প, বস্ত্র বয়ন শিল্প, চর্মশিল্প  প্রভৃৃতি।
15.বৈদিক আর্যদের  গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুটির নাম কি?
বৈদিক আর্যদের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল - সভা ও সমিতি।
16.বৈদিক আর্যদের সময়ে মুদ্রার নাম কি ছিল?
 দুটি ধাতব মুদ্রা (স্বর্ণমুদ্রা) ছিল - নিষ্ক ও মনা। 
17.আর্য সমাজে জীবনের বিভিন্ন পর্যায়ে জীবন যাপনে কোন প্রথা চালু ছিল?
আর্য সমাজে চতুরাশ্রম  (ব্রহ্মচর্য,গার্হস্থ্য বাণপ্রস্থ ও সন্ন্যাস) প্রথা প্রচলিত ছিল।
18. বৈদিক আর্যদের প্রধান ভাষা কি ছিল?
বৈদিক আর্যদের প্রধান ভাষা - সংস্কৃত।
19.বৈদিক যুগের কয়েকজন শিক্ষিত বিদূষী নারীর নাম লেখো?
বৈদিক যুগের কয়েকজন শিক্ষিত বিদূষী নারীর নাম - গোপা, অপলা, মমতা, লোপামুদ্রা।
 20.বৈদিক আর্যদের প্রধান খাদ্য কি ছিল?
- শস্য, দুধ,দুধের তৈরি খাবার এবং ফলমূল।
 21) বলদে টান পড়ায় গো-মাংস ভক্ষণ এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কে?
যাগ্যবল্ক।
22.আর্যদের প্রধান বাহন কি ছিল?
 ঘোড়া
23.বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয় কেন?
  বেদ কোন মানুষের বা পুরুষের রচনা নয়, অনাদি অনন্তকাল থেকে এই বেদরূপ জ্ঞান বিদ্যমান আছে যা ভগবান উপহার হিসাবে দিয়েছে।ঋষিগন তাদের ধ্যানের মাধ্যমে উপলব্বধি করেছেন।
24.আর্যদের পোশাক কেমন ছিল?
আর্যদের পোশাক তিনভাগে বিভক্ত ছিল (১)নিবি বা এক ধরনের অন্তর্বাস (২) বাস বা পরিধান ও অধিবাস (৩) দ্রাপি (ওড়না) ।





MCQ

1. বৈদিক সাহিত্য অপর কি নামে পরিচিত ছিল?
ক) স্মৃতি
খ) বেদাঙ্গ
গ) সংহিতা
ঘ) শ্রুতি

শুনে মনে রাখতে হতো বলে  অপর নাম  -  শ্রুতি।

2.বৈদিক যুগে যুদ্ধের দেবতা কাকে মনে করা হত?

ক) বরুন
খ) ইন্দ্র
গ) অগ্নি
ঘ) পবন

বৈদিক যুগে যুদ্ধ ও ঝড়ের  দেবতা হিসাবে ইন্দ্রকে মনে করা হত।ঋগবেদে ইন্দ্রকে সর্বশক্তিমান দেবতা হিসাবে বর্ননা করা হয়েছে।

3.বেদ শব্দের অর্থ কি?
ক) শক্তি
খ) দক্ষতা
গ)পাণ্ডিত্য
ঘ)জ্ঞান

বেদ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বিদ  থেকে, যার অর্থ হলো জ্ঞান।

4.নিচের  কোন বেদে  বলিদানের (sacrificial)বিষয়ে উল্লেখ আছে?
(ক) সাম বেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ।

 যজুর্বেদ

5.মনুস্মৃতি কোন বিষয়ে লেখা?

ক) দর্শন
খ) অর্থনীতি
গ) আইন
ঘ) বিজ্ঞান

মনুস্মৃতি হিন্দু সমাজের আইন কানুন নিয়ে লিখিত।
 
6.উপনিষদ কথার আক্ষরিক অর্থ কি?

ক) জ্ঞান
খ) নিকটে বসা
গ) আবৃত্তি
ঘ) সমাধি

7.কোন সংহিতা কে ভারতীয় সঙ্গীতের উৎস হিসাবে ধরা হয়?
(ক) সাম বেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ।

(ক) সাম বেদ

8.সংহিতার কোন অংশ ত্রয়ী নয়?SSC -2017

(ক) সাম বেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ।

কৌটিল্যের অর্থশাস্ত্রে ঋগ্বেদ, সাম বেদ  ও  যজুর্বেদ কে একত্রে   বেদ ত্রয়ী বলা হয়েছে।

(9) গায়েত্রী মন্ত্র কে রচনা করেন?

(ক) বিশ্বকর্মা
(খ) বশিষ্ঠ
(গ) বিশ্বামিত্র
(ঘ) ইন্দ্র

(10) গোত্রের কথা কোন বেদে উল্লেখ আছে?

(ক) সাম বেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ।

(11) সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্র কোন দেবতার উর্দেশ্যে বর্নিত হয়েছে?
ক) অগ্নি
খ) বরুন
গ)বিষ্ণু
ঘ) যম

(12) প্রাক ঋগবৈদিক যুগে সবচেয়ে মূল্যবান বস্তু হিসাবে বিবেচিত হত -
ক) জমি
খ) গরু
গ) স্ত্রী
ঘ) জল

(13) সত্য মেব জয়েতে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
ক) ঋগবেদ
খ) ভাগবত
গ) মুন্ডক উপনিষদ
ঘ)মৎস্য পুরান
সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য। এর অর্থ "সত্যের জয় অবশ্যম্ভাবী।   পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে আসেন।

(14) মহাভারতের আদি নাম কি ছিল?

ক) বৃহৎকথা
খ) ব্রাহ্মিন
গ) বৃহৎস্মিতা
ঘ) জয়া সংহিতা

(15) কোন নদীর নিকটে বেশির ভাগ বৈদিক সভ্যতার গড়ে উঠেছিল?
(ক) গঙ্গা
(খ) সরস্বতী
(গ) নর্মদা
(ঘ) গোদাবরী

(16) ঋগবেদে উল্লেখিত অঘন্যা শব্দের অর্থ হল-

(ক) ঋষি
(খ) গরু
(গ) স্ত্রী
(ঘ) ব্রাহ্মন

(17) উপনিষদ হল-

(ক)মহাকাব্য
(খ) গল্পের বই
(গ) হিন্দু দর্শন
(ঘ) আইনের বই

(18) আচার অনুষ্ঠান কোন বেদে বর্ননা করা হয়েছে?

(ক) সাম বেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) অথর্ববেদ।

(19) ঋগবেদে উল্লেখিত পানি শব্দটি কোন ধরনের নাগরিক কে বোঝায়?

(ক) ঋষি
(খ) ব্যবসায়ী
(গ) কর্মকার
(ঘ) স্বর্নকার

(20) বৈদিক মানুষ কোন ফসল টির সমন্ধে জানত না-
(ক) গম
(খ)যব
(গ) ধান
(ঘ) তামাক





No comments:

Post a Comment