1.The weather / is much / more warmer
/ than it was a few days before. CGL-2021
এক্ষেত্রে comparative degree বোঝাতে warmer ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে more ব্যবহার করে double comparative degree করা হয়েছে যা অতিরিক্ত।সুতারং much more warmer ব্যবহার না করে কেবল much warmer ব্যবহার করতে হবে।
দুই বা ততোধিক সিলেবল যুক্ত শব্দের ক্ষেত্রে মূল শব্দের সাথে more ব্যবহার করে comparative degree করা হয়।যেমন-more beautiful, more useful.
2.She reached to / station barely / on time. / No error.||SSC CHSL-2018
✍️Reached transitive verb হওয়ায় reach এর পর কোনো প্রিপজিশন বসে না।
সুতারাং সঠিক বাক্য হবে- She reached station barely on time.
✍️transitive verb=>যে সকল verb ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও object এর প্রয়োজন হয়✍️Intransitive Verb=>যে সকল verb ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও object এর প্রয়োজন হয় না।✍️Transitive verb=>They play football.✍️Intransitive Verb=>She runs. Birds fly.✍️Arrived এর ক্ষেত্রে-✍️I arrived ___ the station ___ a taxi. এক্ষেত্রে at/in হবে-
✍️Station এর ক্ষেত্রে কি প্রি পজিশন নেই দেখা যাক।স্টেশন বোঝাতে আমরা সাধারনত at preposition ব্যবহার করি।বাস স্টেশন,রেল স্টেশন একটি এলাকা বোজাতে বা স্টেশনের কাছাকাছি বোঝাতে।✍️তবে বিল্ডিং বোঝালে at এর পরিবর্তে in বসানো হয়।
যেমন-I am waiting at the station. I’m in the station buying tickets.There is a bookstall in the station.
3.Madhuri and I have done my / work patiently and diligently/ just for our safe and secure future./ No error.SSC CPO-2017
✍️বাক্যে প্রথম অংশে =>possive pronoun => my এর বদলে our হবে =>কারন এক্ষত্রে দুজন বোঝাচ্ছে।✍️যেমন-She and I are doing our duties well.
4. He is jealous for / my success / and wants to destroy me. / No error.
jealous of:jelaous এর পর of preposition বসে।
He was jealous of his rich brother. ||সে তার ধনী ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল।
5.The publics are not satisfied with the new act.SSC CHSL-2020
(a) not satisfied
(b) The publics are
(d) with the
(c) new act
✍️সঠিক বাক্য=>The public is not satisfied with the new act.✍️Public শব্দটি uncountable singular noun =>সুতারাং Publics হবে না এবং are ও আসবে না।
6.I have no doubt/that Girish is/one of the most intelligent student/in the entire district.||SSC MTS-2019
(a) that Girish is
(b) in the entire district
(c) I have no doubt
(d) one of the most intelligent student
✍️One Of, All Of, Most Of, None Of, A FEW OF, SOME OF, MOST OF, ALL OF=>এই শব্দগুলির Plural Noun আসে।✍️One of the most intelligent students হবে।
7.The Cannes Film Festival attract some of the world's most famous people.||SSC CHSL-2019
(a) The Cannes Film Festival
(b) most famous people
(c) attract some of
(d) the world's
✍️The Cannes Film Festival =>বাক্যটির subject singular হওয়ায় attract এর বদলে attracts হবে।
3.
No comments:
Post a Comment