মেহেরগড় সভ্যতা //
ভারত তথা ভারত উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা। এই সভ্যতার যে অংশ গুলি চাকরি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ন তা নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো।- মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 সালে।
- আবিষ্কারক - জেন ফ্রাঁসোয়া জ্যারেজ ও রিচার্ড মিডো।
- স্থান - বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থান।
- এটি ভারতের সর্ব প্রাচীন সভ্যতা।
- এটি নব্য প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন ( সময়কাল প্রায় 7,000 BCE - 3,300 BCE)
- মেহেরগড় শব্দের অর্থ হলো - মৃতের টিলা
- মৃৎশিল্পের প্রমাণ পাওয়া যায়।
- মাটির ইঁট পাওয়া যায় কিন্তু পাকা নয়
- পাথরের অস্ত্রশস্ত্র পাওয়া যায়।
- তারা পাথর কেটে বিভিন্ন প্রকার অলংকার তৈরিতে দক্ষ ছিল।
- অনেক বাড়িতে শস্যাগার হিসাবে একটি কক্ষ ছিল।
- কৃষিজ ফসল ছিল - গম, যব, বার্লি।
- এছাড়াও তারা তুলা চাষ করতে শেখে।
- সেচ ব্যবস্থার প্রমাণ মিলেছে।
- গৃহপালিত পশু ছিল - গরু, ছাগল, ভেড়া।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
No comments:
Post a Comment