১.সিন্ধু সভ্যতার বিস্তৃতি কতদূর পর্যন্ত ছিল?
মোটামুটি ভাবে এই সভ্যতা পশ্চিমে সুটকাগেনদোর থেকে পূর্বে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে দক্ষিনে গোদাবরী অববাহিকার দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত।
২.সিন্ধু সভ্যতা কে হরপ্পা সভ্যতা বলা হয় কেনো?
সিন্ধু উপত্যকার বাইরেও এর ব্যাপক বিস্তৃতির কারনে একে সিন্ধু সভ্যতা না বলে বর্তমানে প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম অনুসারে হরপ্পা সভ্যতা বলা হয়।
৩.সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
ব্রোঞ্জ যুগের সভ্যতা।
৪.সিন্ধু সভ্যতা সম্পর্কে কোথা থেকে জানতে পারি?
বেদ, পুরান, খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য থেকে।
৫.সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
নগর সভ্যতা এবং জল নিকাশি ব্যবস্থা।
৬.সিন্ধু সভ্যতা বসতি এলাকাগুলি প্রত্নতাত্ত্বিকরা কয় ভাগে বিভক্ত করেন?
হরপ্পানগরের বসতি এলাকা গুলিকে দুইভাগে ভাগ করেন- সিটাডোল বা citadel (west ) & lower town (east).
৭.সিটাডোল কি?
নগরের উঁচু এলাকাগুলিকে প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল নাম দিয়েছেন।মনে করা হয় সিটাডোলে অভিজাত ব্যক্তিবর্গ বসবাস করত।
৮.এই সভ্যতার কোথায় কোন সিটাডেল পাওয়া যায়নি - চানহুদরো তে।
৯.স্বাধীনতার পর হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি খনন কাজ কোথায় হয়? - গুজরাটে।
১০.হরপ্পা সভ্যতাকে কটি পর্যায়ে ভাগ করা যায়?
তিনটি পর্যায় - ✍️আদি হরপ্পা সংস্কৃতি (3200 BCE - 2700/2600 BC )✍️ পরিণত হরপ্পা সভ্যতা ( 2700/2600 BCE - 1900 BCE)✍️নগর - উত্তর হরপ্পা সংস্কৃতি (1900 BCE - 1500 BCE)
১১."হরপ্পা" শব্দের অর্থ কি? - পশু পতির খাদ্য।
১২.হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে?
পাঞ্জাবের মন্টোগোমারি অঞ্চল এবং রাভী নদীর পাশে অবস্থিত ছিল ।
১৩.হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?
১৯২১খ্রিস্টাব্দ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা খনন করা হয়। দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সভ্যতার আবিষ্কারক।
১৪.হরপ্পা সভ্যতার কয়েকটি কেন্দ্রের নাম লেখো।
হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, ঢোলাভিরা, ও রুপার
১৫.হরপ্পাতে পাওয়া গেছে এমন কয়েকটি জিনিসের নাম বল ।
বৃৃহদায়তন শস্যাগার ( granary), মাতৃকা মূর্তি, কফিনের দ্বারা কবর, লাল পাথরের তৈরী একটি নর্তকীর মূর্তি, তামার এক্কা,
১৬.মহেঞ্জোদারো কোথায় অবস্থিত ছিল ?
লারাকান ও সিন্ধু নদীর পাশে অবস্থিত ছিল।
১৭."মহেঞ্জোদারো" কথার অর্থ কি?
মৃতের স্তূপ ( mound of dead )
১৮.মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এমন কয়েকটি বস্তুর নাম লেখো।
বিশাল স্নানাগার( Great bath),নৃত্যরত ব্রোঞ্জ মূর্তি, পশুপতির মূর্তি ( যার চারপাশে হাতি, গন্ডার,বাঘ, মহিষ ) , ।
১৯.হরপ্পা সভ্যতায় প্রাপ্ত ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিটিকে আদি শিব বা proto siva বলে আখ্যা দিয়েছেন কে?
জন মার্শাল।
২০.হরপ্পা সভ্যতার কাকে ল্যাঙ্কাশায়ার বলা হয়?
- চানহুদরো।
২১.কাঠের তৈরি লাঙ্গল কোথায়পাওয়া গেছে ? কালিবঙ্গানে
২২.ইটভাটার নিদর্শন কোথায় পাওয়া গেছে?- লোথাল ও কালিবঙ্গান।
২৩.হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ শহর বা ক্ষেত্র কোনটি?
- মহেঞ্জোদারো।
২৪.ভারতের প্রথম জোয়ার ভাটা খেলা সামুদ্রিক বন্দর কোনটি?
- গুজরাটের লোথাল।
২৫.হাতির পায়ের অস্থি পাওয়া গেছে কোথায়? - কালিবঙ্গান।
২৬.সিন্ধু উপত্যকার প্রাপ্ত সীল গুলি কি নির্দেশ করে?
সম্পত্তির মালিকানা নির্দেশক।
২৭.ঘোড়ার অস্থি পাওয়া গেছে কোথায়?
- সূরকোটডা ।
২৮.ধান চাষের নমুনা পাওয়া গেছে কোথায়?
লোথাল ও রংপুর।
২৯.হরপ্পা সভ্যতা বাড়িঘর নির্মাণ হত কোন পদ্ধতিতে?
গ্রিড পদ্ধতিতে।
৩০.সিন্ধু সভ্যতার দুইটি বন্দরের নাম লেখো
লোথাল ও সুৎকাগেন্দর (ব্যবিলনের সাথে বানিজ্য হত)
৩১.সিন্ধু সভ্যতার প্রধান ফসল কি ছিল?
গম ও যব।
৩২.এক শৃৃঙ্গ পশুর মোহর সবচেয়ে বেশি পাওয়া গেছে কোথায়?
- হরপ্পায়।
৩৩. সিন্ধু বাসিরা পৃথিবীকে কি হিসাবে পূজা করত?
উর্বরতার দেবী হিসেবে পূজা করতো।
৩৪.সিন্ধু সভ্যতায় কি ধরনে সামাজিক কাঠামো ছিল?
সিন্ধু সভ্যতায় মাতৃদেবীর পূজা সব থেকে বেশি হত।সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল।
৩৫.সিন্ধু সভ্যতায় কোন কোন জিনিস তারা জানত না?
সিন্ধু বাসিরা জানতো না - আখের চাষ, ঘোড়ার ব্যবহার,লোহার ব্যবহার ইত্যাদি।
৩৬.সিন্ধু বাসীরা কি ধরনের বাসনপত্র ব্যবহার করত?
সিন্ধু বাসিরা লাল রঙের বাসনপত্র ব্যবহার করতো - যাতে কালো রং এর ডিজাইন করে থাকতো।
৩৭.সিন্ধু বাসিরা কোন ধরনের ইট ব্যবহার করত?
বেকড ইট ব্যবহার করত।
MCQ:
১.সিন্ধু সভ্যতার কোন শহরে জল সংরক্ষন (Water harvesting) ব্যবস্থা ছিল?
UPSC-2021
(a) ধোলাভিরা
(b) কালীবঙ্গন
(c) রাখীগড়ী
(d) রোপার
ধোলাভিরা গুজরাটে অবস্থিত।
২.নিচের কোনটি হরপ্পান সাইট নয়? (UPSC-2019)
(ক) চানহুদারো
(খ) কোটিজি
(গ) সোহগৌড়া
(ঘ) দেশালপুর।
সোহগৌড়া হরপ্পা সভ্যতার কোনো সাইট নয়।সোহগৌড়া
তে অশোকের শিলালিপি আবিস্কৃত হয়েছিল।
৩.হরপ্পা লিপি কোন ধরনের লিপি বলে অনুমান করা হয় ? WBCS -1999
(ক) প্রোটো দ্রাবিড়
(খ) সংস্কৃত
(গ) পিকটোগ্রাফি
(ঘ) সুমেরিয়ান
হরপ্পা সভ্যতা থেকে প্রাপ্ত লিপি গুলি দূর্বোধ্য।আজ পর্যন্ত পড়া সম্ভব হয় নি।হরপ্পান লিপিকে চিত্রলিপি(পিকটোগ্রাফি) হিসাবে বিবেচনা করা হয় কারণ এর চিহ্নগুলি পাখি, মাছ এবং মানুষের অনুরূপ।
৪. সিন্ধু সভ্যতার কোন যুগের?||WBCS -2002
(ক) নব্যপ্রস্তরযুগ
(খ) পুরাতনপ্রস্তর যুগ
(গ) মধ্যপ্রস্তর যুগ
(ঘ) তাম্রপ্রস্তর যুগ
সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর ও ব্রোঞ্জ যুগের।তারা লোহার ব্যবহার জানত না।
৫.সিন্ধু সভ্যতাকে বলা হয়||WBCS-2006 ||
(ক) নগর সভ্যতা
(খ) গ্রামীণ সভ্যতা
(গ) প্রস্তর যুগের সভ্যতা
(ঘ) লৌহ যুগের সভ্যতা
সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রীক সভ্যতা ছিল যেখানে আর্য সভ্যতা গ্রামীন সভ্যতা
৬. সিন্ধু সভ্যতার আবিস্কার করেছিলেন কে?||WBCS-2009
(ক) ভি এস আগরওয়াল
(খ) রাখালদাস বন্দোপাধ্যায়
(গ) এ এল বাশাম
(ঘ) স্যার জন মার্সাল
স্যার জন মার্সাল এর অধীনে রাখালদাস বন্দোপাধ্যায়
৭.কোন ধাতু সিন্ধু বাসীদের অজানা ছিল
? WBCS -2009
(ক) তামা
(খ) লোহা
(গ) ব্রোঞ্জ
(ঘ) স্বর্ণ
(খ) লোহা
9.নিচের কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর
ছিল? WBCS -2015
(ক) লোথাল
(খ) কালীবঙ্গন
(গ) চানহুদারো
(D) মেহরানগড়
(ক) লোথাল||লোথাল হলো বিশ্বের প্রাচীনতম বন্দর ও পোতাশ্রয়।
10.কোন দেশের সাথে সিন্ধুবাসীদের ব্যবসা চলত? [WBCS -2010]
হরপ্পান
(ক) চীন
(খ) ইরান
(গ) রাশিয়া
(D) সুমের
(D) সুমের
11.নিচের কোথায় ধান চাষের সন্ধ্যান পাওয়া গেছে?||WBCS-2016
(ক) কালীবঙ্গন
(খ) লোথাল
(গ) কোট ডিজি
(ঘ) রোপার
(খ) লোথাল
12.নিচের কোন শহরে স্টেডিয়াম সদৃশ্য খোলা জায়গা পাওয়া গেছে?||Delhi police -2020
ক) চানহুদারো
খ) মোহনজোদারো
গ) ধোলাভিরা
ঘ) কালিবঙ্গন
ধোলাভিরা
13. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত বাসনপত্রে সাধারনত কোন রঙ ব্যবহার করা হত?||BPSC-1995
ক) লাল
খ) নীল বাদামী
গ)হলুদ
ঘ) নীল
লাল
14.হরপ্পা সভ্যতায় প্রাপ্ত লিপির মধ্যে কোন পশুর ছবি পাওয়া যায় নি?||IAS-2001
ক) গরু
খ) হাতি
গ) গণ্ডার
ঘ) গরু
15.হরপ্পার কোথায় টেরাকোটার তৈরি লাঙ্গল দেখতে পাওয়া গেছে?BPSC||2016
ক) ধোলাভিরা
খ) কালিবঙ্গান
গ) বনওয়ালী
ঘ)লোথাল
বনওয়ালী
16.কাঠের তৈরি লাঙ্গল কোথায় পাওয়া গেছে ? UPPSC - 2005
ক) কালিবঙ্গান
খ) হরপ্পা
গ) মহেঞ্জোদারো
ঘ) লোথাল
কালিবঙ্গান
17.বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে?||UPPSC -2010
ক) রোপার
খ) হরপ্পা
গ) মহেঞ্জোদারো
ঘ) কালিবঙ্গান
18.নিচের কোনটি বর্তমান ভারতে অবস্থিত?WBPSC-2018
ক) হরপ্পা
খ) মহেঞ্জোদারো
গ) লোথাল
ঘ) উপরের কোনোটাই নয়
লোথাল গুজরাটে অবস্থিত
19.লোথাল কোন রাজ্যে অবস্থিত?
ক)গুজরাট
খ) পাঞ্জাব
গ) রাজস্থান
ঘ) সিন্ধ
গুজরাট
20.ভারতে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড়ো কেন্দ্র কোনটি?Jharkhand PSC-2016,MPPSC-2013
ক) আলমগির
খ) কালিবঙ্গান
গ) লোথাল
ঘ) রাখিগড়
ঘ) রাখিগড়
21.সিন্ধুবাসীরা কোন দেবতার পূজো করতেন?
ক) শিব
খ) ইন্দ্র ও বরুন
গ) ব্রহ্মা
ঘ) বিষ্ণু
22.কোনটি সঠিক নয়?||UP UDA-2006
ক) আলমগীড়-উত্তর প্রদেশ
খ)বনওয়ালী -হরিয়ানা
গ)দায়মাবাদ-মহারাষ্ট্র
ঘ)রাখীগড়ী-রাজস্থান
রাখীগড়ী-হরিয়ানা=>সঠিক
23.প্রথম কোন ধাতু মানুষ ব্যবহার করে?||RAS-2012
ক) লোহা
খ) তামা
গ) সোনা
ঘ) রূপা
24.বস্ত্রের জন্য তুলো চাষ কোন দেশ প্রথম শুরু করে?||UPPSC-2006
ক) মিশর
খ) মেসোপটেমীয়া
গ)সেন্ট্রাল আমেরিকা
ঘ) ভারত
ভারত
25. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?||CDS-2012
ক) সরস্বতী
খ) সিন্ধু
গ) রাভী
ঘ) গঙ্গা
26.মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?|| MPPSC-2012
ক)ভারতের গুজরাটে
খ)ভারতের পাঞ্জাবে
গ) পাকিস্তানের সিন্ধ প্রদেশে
ঘ) আফগানিস্তান
গ) পাকিস্তানের সিন্ধ প্রদেশে
২৭.হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র রাজস্থানে অবস্থিত?WBCS-2018
ক) মহেঞ্জোদারো
খ) সুরকোটা
গ) কালিবাঙ্গান
ঘ) ধোলাভিরা
২৮.গুজরাটে কোনটি অবস্থিত?
ক) মহেঞ্জোদার
খ) সুরকোটা
গ) লোথাল
ঘ)বনওয়ালী
লোথাল
২৯.নিচের কোন স্থান থেকে সিন্ধু উপত্যকার বিখ্যাত ষাঁড়-সীল (bull seal) পাওয়া গেছে?||BPSC-2008
ক) হরপ্পা
খ)চানহুদার
গ) লোথাল
ঘ) মহেঞ্জোদারো
৩০.দেবী মায়ের পূজো হত কোন সভ্যতায়?||SSC -2012
ক) সিন্ধু সভ্যতা
খ) মিশরীয় সভ্যতা
গ) রোমান সভ্যতা
ঘ) পরবর্তী বৈদিক সভ্যতা
মেহেরগড় সভ্যতা সংক্রান্ত তথ্য পেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
No comments:
Post a Comment