1.19, 9, 28, 37, 65, ?||SSC CHSL-2018
(a) 99
(c) 102
(b) 97
(d) 113
ব্যাখ্যা:✍️প্রথম পদ+দ্বিতীয় পদ=তৃতীয় পদ✍️দ্বিতীয় পদ+তৃতীয় পদ=চতুর্থপদ----এইভাবে।
অর্থাৎ ✍️19+9=28✍️9+28=37-----------✍️37+65=102✍️সুতারাং সঠিক উত্তর||102
2.49, 46, 43, 40, ?, 34||SSC CHSL-2018
(a) 38
(c) 36
(b) 37
(d) 39
ব্যাখ্যা:✍️প্রতিটি পদ থেকে 3 বিয়োগ করা হয়েছে।✍️অর্থাৎ 49-3=46 ✍️46-3=43 ✍️43-3=40✍️40-3=37✍️সুতারাং সঠিক উত্তর||37
3.6, 7, 11, 20,?||SSC-CHSL-2019
a) 29
b) 32
c) 35
d) 36
ব্যাখ্যা ||✍️দ্বিতীয় পদ=প্রথম পদ+1(যা 1 এর বর্গ)✍️তৃতীয় পদ=দ্বিতীয় পদ+4 (যা 2 এর বর্গ)-----এই ভাবে।
অর্থাৎ ✍️6+(1)^2=7 ✍️7+(2)^2=7+4=11✍️11+(3)^2=20 ✍️20+(4)^4=36 ---🏅সঠিক উত্তর ||36.
4.1, 2, 6, 24, 120, ?||SSC CHSL-2019
a) 240
b) 570
c) 720
d) 360
ব্যাখ্যা:1,1+1x1,2+2x2,6+6x3,24+24x4,120+120x5=720
5.12, 22, 42, 72, ?||SSC CHSL-2019
a) 102
b) 92
c) 122
d) 112
ব্যখ্যা:12,12+(10),22+(20),42+(30),72+(40)=112
6.1, 6, 15, ?, 45, 66, 91|| WBCS-main-2019
(A) 25 (B) 26 (C) 27 (D) 28
বাখ্যা:series:1,1+(5),6+(9),15+(13),28+(17)+......✍️যে সংখ্যা গুলি যোগ করা হয়েছে সেগুলি আবার একটা সিরিজে আছে=>5,9,13,17...............সুতারাং সঠিক উত্তর||28
7.1, 8, 27, 64, 125, .....নিচের কোন পদটি শ্রেনীর পদ হবে না?||WBCS-main-2019
(A) 256 (B) 512 (C) 729 (D) 1000
Ans-✍️1,2,3-------এর ঘন (cube) নিয়ে সিরিজটি গঠিত হয়েছে।✍️এখন 8 এর ঘন 512, 9 এর ঘন 729, 10 এর ঘন 1000। ✍️256 পদটি 16 এর বর্গ।সুতারাং সঠিক উত্তর ||256
8.1728, 864, 432, 216, ?||SSC-CHSL-2018
(a) 54
(c) 116
(b) 108
(d) 200
ব্যাখ্যা: প্রতিটি পদকে 2 দ্বারা ভাগ করা হয়েছে।✍️অর্থাৎ 1728,1728÷2,864÷2,432÷2,216÷2---✍️সঠিক উত্তর||108
9.7, 10, 8, 11, 9, 12, ...||CISF-2018
A. 13
B. 12
C. 10
D. 7
ব্যাখ্যা:যখন কোনো সিরিজের বাড়ছে আবার কমছে এবং সিরিজের পদগুলির সংখ্যা বেশি থাকে তখন দুটি সিরিজ মিক্সড থাকার সম্ভবনা থাকে।এক্ষেত্রে দুটি সিরিজ মিক্সড আছে।✍️প্রথম সিরিজ=>7,8,9,10 ✍️দ্বিতীয় সিরিজ=>10,11,12-------এই দুটি সিরিজকে মিক্সড করে সিরিজ তৈরি হয়েছে=>7, 10, 8, 11, 9, 12
,✍️ সঠিক উত্তর||10
10.22, 21, 23, 22, 24, 23, ?||CISF-2018
A. 23
B. 25
C. 24
D. 26
ব্যাখ্যা:যখন কোনো সিরিজের বাড়ছে আবার কমছে আবার বাড়ছে এবং সিরিজের পদগুলির সংখ্যা বেশি থাকে তখন দুটি সিরিজ মিক্সড থাকার সম্ভবনা থাকে।এক্ষেত্রে দুটি সিরিজ মিক্সড আছে।✍️প্রথম সিরিজ=>22,23,24,25 ✍️দ্বিতীয় সিরিজ=>21,22,23-------এই দুটি সিরিজকে মিক্সড করে সিরিজ তৈরি হয়েছে=>22, 21, 23, 22, 24, 23,25
✍️সঠিক উত্তর ||25
No comments:
Post a Comment