1.When she went for a walk / Maya
couldn't take off her scarf / because it was
/ too much windy.
CGL 17/8/2021 (Evening)
Scarf- ওড়না
take off -কাপড়
too much অথবা too many ব্যবহার করা হয় noun এর পূর্বে। too much ব্যবহার করা হয় uncountable noun এর ক্ষেত্রে-যেমন too much money।অন্যদিকে too many ব্যবহার করা হয় countable noun এর ক্ষেত্রে -যেমন too many books.
windy -adjective হওয়ায় এর আগে too much বসবে না। শুধু too windy ব্যবহার করতে হবে।
আবার এই ভাবে লিখলেও হবে--too much wind.
2. You do not /look as /your brother/NE
এখানে look like হবে।
like এখানে preposition এর মতো ব্যবহার হয়েছে।
She is wearing dress like mine.
3. Much water / has flown /under this bridge /NE
fly এর V2-flew V3-flown
flow এর V2-flowed V3-flowed
সুতারাং এক্ষেত্রে has flown এর বদলে has flowed হবে।
4. Not only has the Director / made a good impression, but increased / the motivation of the workers/ No error
Not only এর পর but also আসে সুতারাং but এর পর also বসাতে হবে।
5. If we exercise regularly (A)/ we will be (B)/ more healthier. (C)/ No error. (D)
more healthier double comparative। সুতারাং অতিরিক্ত শব্দ more বাদ দিতে হবে।
6. Raju not only /lost his bag /but also lost his watch /NE
Not only এর পরে যে parts of speech থাকে but also এর পর সেই parts of speech বসাতে হয়।
সুতারাং বাক্যটি সঠিক হবে Raju lost not only his bag but also his watch.
7. As an officer (A)/ he not only was competent / but also honest/ No error.
Not only এর পরে যে parts of speech থাকে but also এর পর সেই parts of speech বসাতে হয়।
he was not only competent but also honest
8. Not only it is our duty /to support our parents /but also to respect them./NE
It is our duty not only to হবে।
9.Lancet warn/ about Tomato Flu in/
India among children./No Error
warns / warned হবে।
10.She will be /write her /examination by this time tomorrow /NE.
by this time tomorrow -আগামী কাল এই সময়ের মধ্যে -সে তার পরীক্ষায় লিখতে থাকবে।
Future continuous tense এ আছে তাই write এর বদলে writing হবে।
11.Riya arrived /at the train station /lately /NE
Lately শব্দের অর্থ হল সম্প্রতি- recently ( adverb) হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে অর্থ বোঝাচ্ছে দেরীতে। lately এর পরিবর্তে late হবে। late adverb ও adjective হিসাবে ব্যবহৃত হয়।
12. Swift's Gulliver's Travels (A)/ have been (B)/ read by me (C)/several times. (D)/ No error
Swift's Gulliver's Travels দেখতে plural হলেও এটি কিন্তু singular। কারন . Swift's Gulliver's Travels একটি বই এর নাম।
উল্লেখনীয় যে বই টি লিলিফুটদের নিয়ে লেখা হয়েছে।
13. This room would look much better / if you put a furniture / in that corner / No error
If + Past Indefinite + Past Conditional +Sub + would/could/might +V1
এই ধরনের বাক্যে কে conditional sentence বলা হয়।ত, তাম বাংলাতে হয়।এটি অতীতের কোনো ঘটনা হতে পারত কিন্তু হয় নি।
আমি যদি তুমি হতাম তাহলে আমি তোমায় ভালোবাসতাম-If I were you, I Would love you.
এখন বাক্যে ব্যবহৃত furniture শব্দটি হল uncountable noun তাই এর আগে article a বসবে না।
14. You will lose (A)/ your dog (B)/ if you did not tie it up. (C)/ No error. (D)
conditional sentence এ যদি বাস্তব সম্মত হয় তাহলে সেক্ষেত্রে গঠন হয়--
If + Present Indefinite + Future Indefinite
If you come, I shall go.
সুতারাং উপরের বাক্যে don't tie it up হবে didn't এর বদলে।
15.When I heard/ the news,/ I was very anger./NE
Anger -Noun/Verb
Angry -Adjective
Angrily -Adverb
বাক্যে adjective বসবে, সুতারাং Anger এর বদলে
Angry হবে।
16.It is high time /we make some /changes around here /No error
It is high time /about time +sub+V1+.......
এই ধরনের গঠন হয় অর্থাৎ It is high time বা It is about time এর পর সর্বদা past indefinite tense হয়।
এখানে high time idiom যার অর্থ উপযুক্ত সময়।
যেমন- এখনই উপযুক্ত সময় তোমার ধূমপান ত্যাগ করার--
It is high time you gave up smoking.
সুতারাং এক্ষেত্রে we make এর বদলে we made হবে।
17."It is high time / you are starting / this business", said Ram to Mahesh / No error.
It is high time /about time +sub+V1+.......
এই ধরনের গঠন হয় অর্থাৎ It is high time বা It is about time এর পর সর্বদা past indefinite tense হয়।
এখানে high time idiom যার অর্থ উপযুক্ত সময়।
যেমন- এখনই উপযুক্ত সময় তোমার ধূমপান ত্যাগ করার--
It is high time you gave up smoking.
সুতারাং এক্ষেত্রে you are starting এর বদলে you started হবে।
18.It is high time (a)/ that we send (b)/ the answer (c)/ No erro
send এর বদলে Sent হবে।
19. Each person / should look after / their own belongings / no error
এখানে singular subject Each Person আছে তাই এখানে their এর বদলে his /her হবে।
মনে রাখতে হবে Each adjective হিসাবে ব্যবহৃত হলে
Each এর পর singular noun বসে।
যেমন Each boy Each girl
20.Although he was late (1)/ but he stopped on the way(2)/ to have coffee with his friends. (3) / No error. (4)
কোনো subject এর দুটি বিপরীত ধর্মী কাজ বা ঘটনা বাক্যে প্রকাশ করতে Although -----Yet ব্যবহার করা হয়।যেমন--যদিও সে গরীব তবুও সে সৎ- Although he is poor yet he is honest.
এই বাক্যটি এই ভাবে ও লেখা যায় -Although he is poor, he is honest.
He is honest although he is poor.
No comments:
Post a Comment