ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান














ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান

  

1)'মহাজন' শব্দের অর্থ বৃহৎ রাজ্য।

   2) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত তথা আর্যাবর্ত     16 টি আঞ্চলিক রাজ্যে বিভক্ত ছিল যাদের               একত্রে  বলা হয় ষোড়শ মহাজনপদ।

  3) এই 16 টি রাজ্য হল -

     i) কাশী  ii)কোশল   iii) অঙ্গ   iv)মগধ  v)বৃজি       vi)মল্ল    vii)চেদি   viii) বৎস    ix)কুরু                   x)পাঞ্চাল   xi) মৎস  xii)শূরসেন  xiii)অস্মক
     xiv)অবন্তী   xv) কম্বোজ  xvi)গান্ধার।

 4) মহাজনপদ এর মধ্যে বৃৃজি ও মল্ল ছিল   প্রজাতান্ত্রিক রাজ্য।

 5)  দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ  - অস্মক।

 6) মহাজনপদে কয়েকটি শক্তিশালী রাজ্য হল -   অবন্তী, বৎস,  কোশল,  মগধ।

 7) কোশল রাজ প্রসেনজিতের সঙ্গে গৌতম বুদ্ধের হৃৃদ্যতা ছিল।

 8) এদের মধ্যে সশস্ত্র প্রতিযোগিতায় শেষ   পর্যন্ত মগধ জয় লাভ করে ভারতের বিস্তীর্ণ অংশে   অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।

 9) যেসব উপাদান থেকে  মহাজনপদের রাজ্যগুলি   সম্পর্কে জানা যায় -      বৌদ্ধ জাতক,   অঙ্গুত্তরনিকা,  জৈন ভগবতী সূত্র, পাণিনির   অষ্টাধ্যায়ী প্রভৃৃতি।
10) গৌতম বুদ্ধ মারা গেছিলেন যে জনপদে সেটি হলো -মল্ল

  11) বৈশালী বিশ্বের প্রথম প্রজাতন্ত্রিক জনপদ
12) বৈশালীর প্রথম প্রজাতন্ত্র প্রথম স্থাপন করে লিচ্ছবি রা   



                         মগধের উত্থান


   1)যে চারটি রাজবংশ মগধ কে উপরে তুলে              ধরেছিল - 
          i).হর্যঙ্ক  বংশ (প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা                                                                  বিম্বিসার)।
          ii) শিশুনাগ বংশ  (প্রতিষ্ঠাতা শিশুনাগ)।
          iii) নন্দবংশ  (প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ)।
          iv)মৌয বংশ (প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য  &                                              শ্রেষ্ঠ সম্রাট অশোক )।

  2)বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক            রাজা।

   3)হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার 'শ্রেনিক' নামে             পরিচিত ছিলেন।

  4)বিম্বিসারের পুত্র অজাতশত্রু 'কুনিক' নামে               পরিচিত ছিলেন।

   5)গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন      বিম্বিসার।

   6)আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা           ছিলেন।

   7)আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন           পশ্চিম ভারতের  তক্ষশীলা ও পুরু  ছিল দুটি              শক্তিশালী রাজ্য।

  8)ভারতীয় শাসকদের মধ্যে সর্বপ্রথম 
    আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন -                  তক্ষশীলা রাজা অম্ভি।

  9)খ্রিস্টপূর্ব 327 অব্দে নন্দ বংশের রাজা ধনানন্দের    সময়ে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

  10)মৌর্য সম্রাট বিন্দুসার 'অমিত্রাঘাত' উপাধি               ধারণ  করেছিলেন।

  11)অমিত্রাঘাত শব্দের অর্থ হলো শত্রু নিধন কারি।

  12)মগধের উত্থানে গঙ্গা নদী বিশেষভাবে সাহায্য          করেছিল।

No comments:

Post a Comment