Engish-6

1. Honest are/ rewarded /sooner or later /NE

এখানে subject হিসাবে Honest   ব্যবহৃত হয়েছে যা adjective. কিন্তু শুধু মাত্র adjective subject হিসাবে ব্যবহার করা যায় না।adjective কে subject হিসাবে ব্যবহার করতে হলে adjective এর আগে the বসাতে হয়।এক্ষেত্রে সমগ্র সম্প্রদায় কে বোঝায় যেমন the blind বললে সমগ্র অন্ধ জাতিকে বোঝায়।সেই কারনে এর পর plural  বসে।

The rich are hapy

The poor are sad

The old are weak.

2. She ordered /certain girl /to make entry into /Manager's office/NE


 তিনি কিছু মেয়েকে ম্যানেজারের অফিসে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন--

certain এর পর plural noun বসে এবং  a certain এর পর singular বসে।যেমন certain boys এবং a certain boy. এখানে বাক্যে certain girls অথবা a certain girl দুই ভাবেই ঠিক করা যায়।

যেমন -I know -----boy who is wicked.

wicked -দুষ্টু বা নচ্ছার এখানে a certain বসবে।

He met ------girls yesterday.

certain বসবে।

এখানে আর একটি লক্ষ্যনীয় বিষয় to make + noun কিছু করা অর্থে ব্যবহার করা হয় বিশেষ কিছু ক্ষেত্রে।

যেমন-

to make entry -প্রবেশ করা

to make a call

to make money-অর্থ উপার্জন করা

make an offer

make a mistake

make a coment..

3.There is not many traffic  /along the street /

where I live /NE

traffic হল uncountable noun তাই এখানে many traffic এর বদলে much traffic হবে।

Along the street -মানে রাস্তার সোজাসুজি

Across the street -মানে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে

down the street -একই দিকে কিন্তু নিচের দিকে--

You need to go further down the road to get to the grocery store.

4.Chennai is   / further from  / Pune than    Nagpur.   / No Error 


চেন্নাই নাগপুরের চেয়ে পুনে থেকে অনেক দূরে--এখানে অনেক দূরে বোঝাতে further এর বদলে farther ব্যবহৃত  হয়। farther শব্দটি far এর comparative degee.

further  শব্দটি অতিরিক্ত বোঝাতে ব্যবহৃত হয়।

4.She is stronger/ and beautiful /than her sister./NE

এখানে বাক্যটি comparative  degree তে আছে।

এখানে stronger comparative degree তে থাকলেও beautiful positive degree তে আছে।একই বাক্যে and দ্বারা যুক্ত থাকলে দুটোই comparative degree হবে। সুতারাং beautiful এর বদলে more beautiful হবে।

5. Many a man have / come to India from Canada/ to live here permanently. / No error.

Many ও Many a/an একই অর্থে ব্যবহৃত হয়।Many a/an এর ব্যবহার সাহিত্যে ও নিউজপেপারে বেশি ব্যবহৃত হয়।গঠনগত তফাৎ হল

Many ---->এর পর plural noun বসে এবং plural verb নেয়।

Many a /an এর পর singlar noun নেয় এবং singular verb নেয়।

Many a man have এর বদলে Many a man has হবে।

6.Dr. Ritu was explain/ the benefits of doing yoga/ at least four times a week. / No error

ডাঃ. রিতু সপ্তাহে অন্তত চারবার যোগব্যায়াম করার সুবিধা ব্যাখ্যা করেছিলেন।

এখানে কাজটি যেহেতু রিতু নিজেই করেছিল এবং কাজটি তার উপর বর্তায় তাই বাক্যটি active voice এ আছে।

Dr Ritu was explain এর বদলে শুধুমাত্র Dr Ritu  explained  হবে।

7. I , you and she /shall go/ there together /NE

একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে you, She and I হবে।

8.I and my team /made an unbelievable/ victory in the final match/NE


একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে। এক্ষেত্রে My team and I

9. She, You, and I /murdered a person/ in an accident/NE

একই বাক্যে দুই বা দুই এর বেশি pronoun subject  হিসাবে বসলে -231 (Second Person, Third Person, First Person) নিয়মে বসে।কিন্তু যদি বাক্যটিতে দোষ বা ভুল করা অর্থে  বুঝিয়ে থাকে তাহলে 123 (First Person, Second Person,Third Person ) নিয়মে pronoun গুলো বসাতে হয়।

এক্ষেত্রে I,You and she হবে।

10. My maternal uncle /as well as his/sons are misers. /NE

as well as, in addition to, along with - এই সকল ক্ষেত্রে  প্রথমে যে subject থাকে সেটা ধরেই verb বসে।

এক্ষেত্রে My maternal uncle singular subject তাই singular verb is নেবে।

misers- কৃপন

11. Yesterday, he ought to present (A) /  at the wedding (B) / of his friend in Delhi. (C) / No error  (D)

Ought to  এর  ব্যবহার নৈতিক বাধ্যবাধকতা
(moral obligation), duty,কাউকে কিছু সাজেশন দেওয়ার   ক্ষেত্রে modal verb হিসাবে ব্যবহৃত হয়।যেমন-আমাদের দেশের সেবা করা উচিত- we ought to serve the country. আমাদের বড়দের সম্মান করা উচিত-We ought to respect the elders.
এখন কোনো কাজ অতীতে করা উচিত ছিল কিন্তু  করা নাই বোঝাতে ought to have+V3 ব্যবহার করা হয়।
আপনার ওষুধ খাওয়া উচিত ছিল-you ought to have taken medicine.They ought to have obeyed their elders.আমার মোবাইল থাকা উচিত ছিল-I ought to have had my mobile.

 সুতারাং বাক্যে ought to এর বদলে ought to have হওয়া উচিত।

12.You should not only submit (A) / your application but also (B) / your certificates today.  (C) / No error  (D)

not only এর পর যে ধরনের parts of speech থাকে but also এর পর ঠিক একই ধরনের verb form ব্যবহৃত হয়।

সুতারাং এক্ষেত্রে you should submit not only your  হবে এবং বাক্যে প্রথম অংশে ভুল আছে।

13.The person  were / duly rewarded /for her bravery /NE

ব্যক্তিটি/ তার সাহসিকতার জন্য/ যথাযথভাবে পুরস্কৃত হয়েছিল--
The person এখানে singular subject তাই singular verb was  হবে।

14.It has been / proved multiple times / that Riya is a honest girl / NO ERROR 

a honest girl এর পরিবর্তে an honest girl হবে।

15. I would / rather to /die than beg/NE

কোনো কিছু করার চেয়ে কোনো কিছু করা ভালো বা না করা ভালো বোঝাতে would rather ------than ব্যবহার করা হয়।এক্ষেত্রে দুটি ক্রিয়া থাকে। would rather semi model verb হিসাবে ব্যবহৃত হয় সেই কারনে  verb এর base form বসে।
Sub +would rather +--------than+---------
যেমন- তোমার কথা বলার চেয়ে বরং পড়ায় ভালো-you would rather read than talk.

সুতারাং এক্ষেত্রে to বাদ দিতে হবে।

16.  Aayushi has come (1)/ here to do a
master (2)/ degree in Social Work. (3)/
No Error (4)

ডিগ্রী বোঝাতে Master degree এর বদলে master's degree বসাতে হবে।তেমনি bachelor's degree।

17.The old man was in the bathroom /  when the burglars/ entered into his house./ No error.

কোনো স্থান প্রবেশ করার ক্ষেত্রে enter এর পর into pre position নেয় না। সুতারাং এক্ষেত্রে entered into এর বদলে শুধু entered হবে।

The two countries entered into a close economic partnership--দুটি দেশ একটি ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারিত্বে প্রবেশ করেছে।এক্ষেত্রে entered into সঠিক।entred into business /compact (চুক্তি)/agreement /discussion  ব্যবহার সঠিক।



18.(a) Our teacher/ (b) emphasised on/ (c) the use of correct grammar./ (d) No error.

i) enter -কোনো স্থানে প্রবেশ বোঝালে  into নেয় না কিন্তু business /compact (চুক্তি)/agreement /discussion শুরু করা অর্থে entered into হয়।

ii) marry -verb হিসাবে ব্যবহৃত হলে pre postion নেয় না।He mrried her
He is married to her-সে তার সাথে বিবাহিত-এখানে married adjective. 

iii) attack-No preposition

iv) Climb -No preposition

v) refuse -No preposition

vi) resign-No preposition

vii) sign

viii) explain

ix) congratulate - no preposition

কিন্তু I congratulate you on your success. 

x) violate

xi) order-No preposition

কিন্তু He ordered me for a cup of tea.

xi) advise

xii)  tell
xiii) promise

xiv) resemble

Xv) investigate

Xvi) emphasise

xvii) comprise 

Xviii) discuss-We discussed the problem
কিন্তু We discussed the problem with my brother. 

Xvii) Stress-

  Xviii) accompany-

xix)  consider-


19.(a) On the time/ (b) of the opening ceremony of the theatre/ (c) a large crowd
 had assembled/ (d) No error.

on time -  পূর্বে সময় নির্ধারিত কোনো কাজ সেই সময়ে হলে তখন on time ব্যবহার করা হয়। 
The meeting started on time--এর অর্থ নির্দিষ্ট সময়ে মিটিং  শুরু হয়েছিল-আগে না পরে না

 in time- নির্ধারিত সময়ের আগে বা খারাপ কিছু গহটে যাওয়ার পূর্বে---
যেমন-He took admission in time.নির্দিষ্ট সময় পূর্বে

My grandfather was seriously injured. I took him hospital in time.

At the time--কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে অন্য ঘটনা ঘটলে।

20. We don't really / want a large house; /

we are looking for some comfort / and

some convenience on a moderate price.

  CGL -2021

convenience- সুবিধা 

at a moderate price

at a low price

at a high price

at a rate 

দাম দরের ক্ষেত্রে at preposition  বসাতে হয়।

Milk sells at Rs.40/- a liter.

at a moderate price

No comments:

Post a Comment